পোস্টস

কবিতা

হীরোক দেশের রাজা (প্রিমিয়াম)

২৮ সেপ্টেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

হীরোক দেশের রাজা
""""""""""""""""""""""""""
হীরোক দেশের রাজার মতোই,
এলেন রাজা মশাই,
ক্ষমতার তার অনেক দাপট
নিরীহ যত আমজনতার
উপর সবেই ভাই।

দুর্নীতিতে ভরে আছে
তার প্রাসাদখানা,
পাইক পেয়াদা মন্ত্রীরা সব
অসৎ কাজে পাকা।
কিছু কিছু ভাড়ের আবার
তেল মারতে যাওয়া।
ফটোসেশন সেলফিতে আবার
দাঁত কেলিয়ে হাসা।
রাজা মশাই এদের কাছে
বধির কানা ঠসা।

নিরীহ যতো আছে মানুষ,
তাদের উপর অত্যাচার চালা
রাজা মশাই যেন মোদের
এ নীতিতে খাসা।

গরুর গাড়ি ঘোড়ার গাড়ী
অল্প টাকার সওদাগিরী,
পাঠশালাতে পড়ান যারা
তাদের সাথে অত্যাচার করা
রাজা মশাইয়ের কাজ।

ন্যায়ের কথাও বলেন তিনি
এক চোখেতে তাকান উনি,
এটা কেমন তোমার ন্যায়ের কাজ?

রাজা মশাই নাকি ভাল
বিবেকটা খুলে দেখ
ভালোর নামে অত্যচারটা
কেমন বেড়ে গেছে আজ?
"""""""""""""""""""" লিংকন।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।