তুমিই সব
""""""""""""
তুমি শুধু মোর সোনা নও,
রুপাও তুমি হও।
হীরার চেয়েও দামি তুমি,
অন্য কিছুু নও।
কলিজার টুকরা,
গুড্ডা আমার,
সবই তুমি হও।
তুমিই আমার নয়নমণি,
নিঃস্বাস তুমি জান্ ।
আকাশে উড়া পাখি আমার,
কবিতা আর গান।
চিন্তায় তুমি,
কল্পনায় তুমি,
তুমিই আমার সব।
বিশ্বাস তুমি,
যাদু আমার,
তুমিই আমার প্রান।
তাইতো তোমায়
ভালবাসি অহর্নিশিক্ষন।
""""""""""" লিংকন ।।
This is a premium post.