পোস্টস

কবিতা

চেতনাবাজ! (প্রিমিয়াম)

২৮ সেপ্টেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

ওদের ধমনী শিরায় মাদকের স্রোত!
থকথক করে হিরোইন ইয়াবার মন্ড!
ওদের কন্ঠ থেকে ভেসে আসে
মাদকের দুর্গন্ধ!

ওদের কর্মে বিষ!
ওদের মস্তিস্কের ভাঁজেভাঁজে খেলা করে
শয়তান ইবলিশ!
ওদের হাত মজলুমের রক্তে রঞ্জিত!
চাঁদাবাজি গুন্ডাবাজিই ওদের প্রকৃতি।

ওরা ধর্ষক!
ওরা নারী লিপ্সু!
নারীর সতীত্ব হরণ ওদের নেশা!
ওরা নারী সরবরাহকারী!
নারীর দালালি ওদের পেশা!

ওরা মিথ্যুক!
ওরা ভন্ড!
ওরা চেতনার ইজারাদার!
ওরাই চেতনার বিক্রেতা!
ওদের শরীরে চেতনার মেকী চাদর!

তবুও নাকি ওরাই আবার -
স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ!
ওরাই নাকি নিয়েছে দেশপ্রমের ঠিকা!
ওরাই নাকি আবার বঙ্গবন্ধুর
আদর্শে লালিত এক একটি মূর্তরূপ।
ভাবলেই হতাশা আর দুঃস্বপ্নেও
বুক ভেঙে বেড়িয়ে আসে
দীর্ঘশ্বাস মিশ্রিত হাসি!

না! এরাই পাকিদের ছেড়ে যাওয়া
নব্য রাজাকার!
এরাই ভন্ড প্রতারক,
পাকিদের বীজে উৎপাদিত প্রেতাত্মা!

মু্ক্তি চাই!
ওদের নগ্নথাবা থেকে!
চাই স্বাধীন দেশে,
চাই স্বাধীনভাবে বাঁচতে!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।