Posts

গল্প

মানুষ এবং একজোড়া উড়ন্ত পক্ষী (Premium)

May 8, 2024

হাদিউজ্জামান আসাদুল্লাহ

Original Author হাদিউজ্জামান আসাদুল্লাহ

শাহজাহানপুর কলোনির রঙ ওঠা হলুদ স্যাঁতস্যাঁতে দালান এর নিচে গজানো গাছগুলোর ছায়া দুপুরের চটচটে রোদেও কেমন ভেজা ভেজা মনে হয়।এবং দালানের নিচেই রাস্তার পাশে একটা চেয়ারে রমিজুলকে স্থির গ্রীক ভাস্কর্যের মতোই দেখা যায়।
তার চোখ এবং স্থির অবয়বের দিকে তাকালে আমাদের মনে হয় যেন সে অনন্তকাল ধরে সেখানেই বসে আছে।
তবে তাকে দেখে আমরা কিছু বুঝে উঠতে পারি না। কারণ আমরা বুঝতে পারি যে বাইরে থেকে দেখে ভেতরের অবস্থা আঁচ করা যায় না।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login