শুন্য খাঁচা
"'"""""""""'"""
তুমি তো চেয়েছিলে মুক্তি,
মুক্তি দিয়েছি সেই কবে!
শুন্য খাঁচার মতোই,
অনাদর অবহেলায়,
দেহখানি আমার পরে থাক,
মরিচা ধরেছে আজ তাতে।
খাঁচার ভিতরের পাত্র যেমন,
তাচ্ছিল্যর হাসি হাসে,
তেমনি করে তোমার স্মৃতি
আজ জ্বলে পুরে আমায় মারে।
শিকল ছিড়ে উরে গেছ তুমি,
অন্য কোন ডালে,
সুখের ঘর বাঁধিছ তুমি,
অন্য কারো সাথে।
আগের মতোই আছ তুমি,
কষ্ট নাই তো মনে।
আমি তো সেই পড়ে আছি,
আজো শুন্য খাঁচা নিয়ে।
অনেক পাখি এসেছিল তবে,
ভড়িবে শুন্য খাঁচা।
তোমায় ছাড়া অন্য কারো,
হবে না তোসে বাসা।
তাইতো আমি পরে আছি,
আজ চার দেয়ালের মাঝে।
বদ্ধ ঘরে অনাদরে
পরে থাকে আমার,
শুন্য দেহের খাঁচা।
"""""""""" লিংকন ।।
This is a premium post.