পোস্টস

কবিতা

প্রেম নেই বুকে (প্রিমিয়াম)

৩০ সেপ্টেম্বর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

প্রেম নেই বুকে

লিংকন
৩০/০৯/২০২২

আমার লোমশ বুকে আর
কোন ভালোবাসা নেই!
নেই কোন আবেগ অনুভূতির লেশমাত্র!
আমার মস্তিস্কের অনুর্বর ভূমিতে
জন্মে না কোন কবিতার চারা!
তাই তো প্রেম আসে না হৃদয়ে আমার!

হৃদয়ে আমার আগুন জ্বলে,
আগুন জ্বলে দ্রোহের।
দেহের প্রতিটি সজীব কোষ
ফুঁসে উঠে অনিয়মের বিরুদ্ধে।
ভেঙেচুরে ছারখার করে দিতে ইচ্ছে করে চারদিক!
মনে হয় আগুনের ঝলকানিতে
পুড়িয়ে অঙ্গার করি অনিয়মের সব বেড়াজাল !

বিদ্রোহে বিদ্রোহে ঝংকৃত করি বাংলার আকাশ!
বাতাসে ভাসিয়ে দেই মু্ক্তির নিঃশ্বাস!
প্রতিটি গলি,
প্রতিটি রাজপথ মুখরিত করি নবজাগরণের আলোয়!
ফিরিয়ে আনি সত্যিকারের স্বাধীনতা!
দুর করে দেই সকল বৈষম্যতা!

তাই তো ইচ্ছে করেও আর প্রেম আসে না
হৃদয় প্রাচীর ভেঙে!
ভাষাগুলো হয় না কোন কবিতা!

জোনাকি, প্রজাপতি, সবুজ ঘাসফড়িঙ
শুভ্র বলাকারা ধরা দেয় না আমায়!

আমি চোরা নদীর মতো হারিয়ে যাই
নীল সীমান্তঘেঁষে আগুন জ্বালাবো বলে।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।