Posts

কবিতা

গঙ্গার জল

September 30, 2024

নাসির ফরহাদ

  1. গঙ্গার জল দেখ বয়ে চলে অবিরত

সব পাপ ধুয় সে,ধুয় না মনের ক্ষত ।

মনে কত পাপ রয়, বাঈজী নায়িকা হয়

আসর মাতানো নাচ যুগে যুগে ঠিকই চলে ।

কম দামে দুধ পেলে, সাদে কে গাভী পালে,

দিয়ে কিছু অর্থ সেরে নেয় স্বার্থ, মিষ্টি কথার ছলে। 

ছলে বলে কৌশলে………… ।

নর্দমা মনটা ছাফ হবে কি দিলে

হবে না পরিষ্কার ধুইলে সবাই মিলে

Comments

    Please login to post comment. Login