পোস্টস

সমালোচনা

কৃষি নির্ভর ডিজিটাল বাংলাদেশ চাই (প্রিমিয়াম)

১ অক্টোবর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

কৃষি নির্ভর ডিজিটাল বাংলাদেশ চাই ----

লিংকন
০১/১০/২০১৯

এক সময়ে আমাদের গোলাভরা ধান ছিলো,
পুকুরভরা মাছ ছিলো,
ছিলো গোয়ালভরা গরু।
চারদিক ছিলো সবুজ শস্য শ্যামলে ভরপুর।

প্রাচীনকালে বিভিন্ন পর্যাটকের লিখনীতে বোঝা যায়,
এদেশ ছিলো সবুজ সোনায় আচ্ছাদিত এক স্বর্গীয় ভূখন্ড।

এখানে খাদ্যের যেমন অভাব ছিলো না, তেমনি ছিলো না মানুষে মানুষে, ধর্মে ধর্মে কোন সংঘাত,
ছিলো পারস্পারিক সৌহার্দ্য সম্প্রীতি।
মানুষগুলো ছিলো মানুষের মতোই! লোভ লালসা ছিলো না, ছিলো না অন্যকে ঠকানোর প্রবণতা। দু'একজন যে ছিলো না, তা নয়! তবে ভালো মানুষের ভীরে তা ছিলো বেশ নগন্য।

এখনো সেই দেশ আছে,
আছে সেই ভূখন্ড।
সবুজ সোনায় আচ্ছাদিত এ দেশ যেনো আজ শুষ্ক মরুভূমি।
ভালো মানুষের মুখোশ পড়া মানুষের ভীরে সৎ, নির্ভীক দেশপ্রেমে জাগ্রত মানুষগুলো আজ বড়ই নগন্য।

এখানে এখন চেতনার আড়ালে ব্যবসাটাই মুখ্য!
দেশ যাক, জাতি যাক, মানুষ মরুক লাখে লাখে!
কোন ব্যাপার নয়, কিন্তু আমার পকেট ভরুক, আলমারি ভরুক, বিছানারতলা, নতুন নতুন ভোল্ট, ব্যাংক সব, সব ভরে যা

এটি একটি প্রিমিয়াম পোস্ট।