Posts

কবিতা

গান ০০২১: তোমার খোঁপার ফুল

October 2, 2024

তারিক হোসেন

তোমার হাতের অঞ্জলি হবো না,
তোমার হাতের অঞ্জলি হবো না।
হবো তোমার খোঁপার ফুল।

তুমি গন্ধে সৌন্দর্যে বিমোহিত হবে,
তুমি গন্ধে সৌন্দর্যে বিমোহিত হবে।
জড়াইয়া রাখিবে চুল।
হবো তোমার খোঁপার ফুল।

তোমার হাতের রজনীগন্ধা হবো না,
তোমার হাতের রজনীগন্ধা হবো না।
হবো তোমার বাগানের বকুল।

তুমি মালা বানাবে গলাতে পড়িবে,
তুমি মালা বানাবে গলাতে পড়িবে,
জড়াইয়া রাখিবে চুল।
হবো তোমার খোঁপার ফুল।

তোমার পুজার গোলাপ হবো না,
তোমার পুজার গোলাপ হবো না।
হবো তোমার বাগানের বেলী ফুল।

তুমি মালা বানাবে খোঁপায়পড়িবে,
তুমি মালা বানাবে খোঁপায় পড়িবে,
জড়াইয়া রাখিবে চুল।
হবো তোমার খোঁপার ফুল।

Comments

    Please login to post comment. Login