কেন এতো মায়া লাগে
কেন এতো মায়া লাগে, কেন এত আপন লাগে,
কেন এতো ভালো লাগে, কেন এতো সুখ জাগে মনে।২
মন মম বন্দি হয় বারবার তোমার মনের কাছে,
চোখ মম বন্দি হয় তোমার চোখের মাঝে।২
আমি বিমোহিত হই অপলক চেয়ে থাকি। ২
তোমার মুখের পানে।ঐ
মম কর্নে তব কন্ঠ সুধার মতো লাগে,
মম নয়নে তোমার হাসি চাঁদের মতো ভাসে।২
আমি বিমোহিত হই অপলক চেয়ে থাকি। ২
তোমার মুখের পানে।ঐ
মম স্বপ্নে তোমার আগমন সুখের কথা কহে,
মম ললাটে তোমার পরশ সুখের ধারার মতো বহে।২
আমি বিমোহিত হই অপলক চেয়ে থাকি। ২
তোমার মুখের পানে।ঐ