পোস্টস

কবিতা

যেও না চলে (প্রিমিয়াম)

২ অক্টোবর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

যেও না চলে
"""""""""""""""""""""""""
লিংকন

পুড়িয়ে ফেলো আমায় তুমি,
তোমার তপ্ত বুকে,
ভালোবাসার জ্বলন্ত কয়লায়,
অগ্নি সমাধী হোক তবে
আজ দুজনে মিলে।

প্রিয়তমা কখনও যদি
হারিয়ে যাই কিংবা
চলে যাই তোমায় ছেড়ে আমি,
অজানা কোন সুখ সাগরে,
ভাসাই আমার তরী,
তবুও আমায় যেও না ছেড়ে,
উঠতে যদি না পাও তুমি,
ডুবিয়ে দিও আমার নৌকাখানি।

স্বচ্ছ তোমার ভালোবাসায়,
জানি নেইতো কোন খাত,
ভালোবাসার অগ্নিদাহে
খাঁটি তোমার প্রেমের জাত।

ভালোবাসার অন্ধ মোহে,
কিংবা অলির বেশে,
অন্য ফুলে যাই যদি চলে,
ছেড়ে যেওনা আমায় তুমি
অন্য কোথাও ভুলে।
ডানাদুটো আমার দিও কেটে
মনটাকে রেখো গো বেধেঁ,
ভালোবাসায় মেরো আমায়,
আগলে রেখে বুকে।
০২/১০/২০১৭

এটি একটি প্রিমিয়াম পোস্ট।