পোস্টস

কবিতা

নষ্ট প্রেম (প্রিমিয়াম)

২ অক্টোবর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

নষ্ট প্রেম

লিংকন
০২/১০/২২ইং

এখন আর প্রেম নেই !
নেই মনের গহিন কোন থেকে উঠে আসা
পবিত্র শুভ্র ভালোবাসা,
নেই হৃদয়ের আকর্ষনে হৃদয়ের টান!

এখন আছে যৌবনের কামনা,
যৌনাঙ্গের বাসনা,
চোখে মুখে লালসার ছাপ,
আছে মানুষ হয়ে মানুষের -
নোনা স্বাদ নেওয়া অদম্য ইচ্ছে।

এখানে প্রেম নেই,
ভালোবাসা নেই,
মনের কদর নেই!

কিন্তু আছে নাটকের পর নাটক।
আছে কাঁচা মাংস ভক্ষণের এক সুনিপুণ অভিনয়।

এখন এটাকেই আমরা প্রেম বলি,
ভালোবাসা বলি,
বলি- মনের উপর মনের টান।

আজ -
সেই প্রেম,
সেই ভালোবাসা,
সেই আবেগ-
নষ্ট সংস্কৃতির নষ্ট চাপে,
চাপা পরে গেছে অসীম গহ্বরে।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।