Posts

কবিতা

বৃষ্টি পড়ে

October 3, 2024

নাসির ফরহাদ

56
View

আকাশ কেঁদে বৃষ্টি ছড়ায় তুমি কেঁদে কষ্ট 
প্রেমের ফাঁদে কেউবা সুখী কারো জীবন নষ্ট। 
টিনের চালে বৃষ্টি পড়ে, রিমঝিম ঝিম, রিম ঝিম ঝিম 
কানের মধ্যে বাদ্য বাজে, তাক ধিন ধিন তাক ধিন ধিন
বৃষ্টি পড়ে পেখম মেলে ময়ূর ডাকে কেকা
ছন্দ তুলে মন্দ বায়ে হৃদয় দোলে একা। 
বৃষ্টি পড়ে নালার জলে, লুটুপুটি কদম রেনু
এমন দৃশ্য দেখে দেখে জমছে মনে প্রেমের অণু। 
বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে ব্যাঙে করে কোলাহল 
বৃষ্টির জল দিচ্ছে ধুয়ে দু'চোখের সব লোনাজল। 
বৃষ্টি পড়ে নরম করে চৈত্রের খড় জমি 
বৃষ্টির জল বলছে কানে এমন দিনে আমার তুমি । 

Comments

    Please login to post comment. Login