Posts

কবিতা

গান ০০২৪: ভালোবাসিতে দিও

October 3, 2024

তারিক হোসেন

70
View

ভালোবাসিতে দিও, কাছে টেনে নিও,
যেও না দূরে সরিয়া।
সরিয়া সরিয়া সরিয়া।ঐ

এই ভুবন ও দ্যুলোকে তুমি যে অনন্ত 
দেখেছি তোমারে নয়ন খুলিয়া।২
বিশ্ব স্রষ্টা গড়েছে তোমারে, আপন ও হাতে, 
শুধু যে আমারও লাগিয়া,
লাগিয়া লাগিয়া লাগিয়া। ঐ

আকাশে তারা জ্বলে, তারা খসে পড়ে, 
তোমার ও মুখের ও হাসিতে। ২
আমারও মনেরও আকাশে, চাঁদ এসে পড়ে,
তোমার ও মনের ও খুশিতে,
খুশিতে খুশিতে খুশিতে। ঐ

ফুলের ও কলি, ফুল হয়ে ফোটে, 
বাগান ও যায় ভরিয়া। ২
তোমাকে দেখিয়া, তোমাকে ভাবিয়া,
আমার ও মন উঠে দুলিয়া,
দুলিয়া দুলিয়া দুলিয়া। ঐ

দক্ষিণা দ্বারে ফুলের ও গন্ধ ভাসে,
আকাশ ও যায় ভরিয়া। ২
আমার ও মন পুলকিত হয়, আনন্দিত হয়, 
তোমার ও প্রণয়ের কথা ভাবিয়া,
ভাবিয়া ভাবিয়া ভাবিয়া। ঐ

নয়নের আলো তোমাকে দেখে,
ধরিয়া রাখে নয়নে।২
তোমাকে আমি বাসি যে ভালো 
পাই যে কাছে স্বপনে,
স্বপনে স্বপনে স্বপনে।ঐ

Comments

    Please login to post comment. Login