ভালোবাসো আমায়!
লিংকন
০৪/১০/২২
ভালোবাসো আমায়?
- মোটেও না!
তাহলে সময়ে অসময়ে ডাক দাও কেন?
কেনই বা আড়ালে আবডালে থেকে জিজ্ঞাসু মনে
তাকিয়ে থাকো আমার পানে চেয়ে!
ভালোবাসো আমায়?
- একটুও না!
তবে কেনো খোঁজ নাও বারেবারে!
রাত দিন!
কি করছি ?
কি খেয়েছি ?
নাকি এখনো খাইনি?
ভালোবাসো আমায়?
- কচু ভালোবাসি !
তাই না !
তাহলে আমার নিঃসঙ্গতা কেনো তোমায় পোঁড়ায় !
কেনো আমার নির্জন দুপুরে,
একাকী রাত্রিকালে সঙ্গী হতে চাও!
জানি তো ভালোবাস আমায়!
তোমার না বলা কথাগুলো,
না বলা ভাবনাগুলো,
ঠিকই বাতাসে ভর করে
চুপিচুপি কানে এসে বলে -
প্রিয়তম -ভালোবাসি, ভালোবাসি তোমায়।
তাই তো এক বুক ভালোবাসা নিয়ে
ভরিয়ে দিতে চাও,
আমার যতো শুণ্যতা অবশিষ্ট থাকে!
This is a premium post.