পোস্টস

কবিতা

চিতার আগুন (প্রিমিয়াম)

৪ অক্টোবর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

চিতার আগুন
""""""""""""""""""""""""""
লিংকন

ভালোবাসা ছাড়া আর
কি আছে বলো আমার,
তাইতো তোমায় ছেড়ে আমি
পাষানে বেঁধেছি ডোর।
কঠিন হৃদয় আমার,
পাথরে হয়েছে গড়া,
ভিতরে দেখতে যদি,
আমারো তা অঙ্গারে
জ্বলে পুড়ে হচ্ছে যেনো সারা।
কি এমন সাধ্য বলো
কি বা আছে আমার,
অবহেলা করবো প্রিয়ে
করবো করুণা জীবন ভর।

জীবন দেখেছি আমি,
দেখনি তা তুমি,
বাস্তবতার চরমদশা
দেয় যে কতো গ্লানি!
তাইতো আমি চাইনি প্রিয়ে
কষ্টে তুমি থাকো,
আমার সাথে তোমার,
দুঃখের জীবন গড়ো।
ভালো নেই আমিও প্রিয়ে
তোমায় ছেড়ে আজ,
চিতার আগুন জ্বলছে বুকে,
পুড়ছে জীবনের শত আশ।
০৪/১০/২০১৭

এটি একটি প্রিমিয়াম পোস্ট।