পোস্টস

কবিতা

বর্ণচোরা (প্রিমিয়াম)

৪ অক্টোবর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

বর্ণচোরা
"""""""""""'""""""""
গিরগিটিটা রঙ পাল্টায়
নিজের মত করে,
আত্মরক্ষা আর শিকার যখন,
দুটোই করে সে।
দেখতে তাদের পায় না,
আছে বনের যত কীট,
একটুখানি পা খসলেই
জীবনের নড়ে যায় ভিত,
গিরগিটি করে তাদের চিৎ।

মোদের সমাজে আছে রে ভাই
গিরগিটির মত করে,
সময় সময় রঙ পাল্টায়
অনেক ভন্ড মানুষ যে।
সমাজ বল দেশে বল,
সব জায়গাতেই আছে
ঘাপটি মেরে থাকে সে
মোদের আশেপাশে।
কাজের সময় মারবে তেল,
অন্য সময় বাঁশ।
সুযোগ পেলে তোমার
আমার করবে সর্বনাশ।
এসব লোকের কাছ থেকে
ভাই দুরে থাকতে হয়,
নইলে কখন মারবে ছোবল,
বলা কি আর যায়?
"""""""""""""""""""""""" লিংকন।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।