Posts

কবিতা

গান ০০২৫: মালা পরিয়ে দিয়ে যাও

October 4, 2024

তারিক হোসেন

পরিয়ে দিয়ে যাও গো মালা, পরিয়ে দিয়ে যাও 
তোমার আপন হাতে।২

শুভক্ষণে আপন মনে, গোপন প্রনয়ের রঙ্গে মেখে,
আপন করে নাও গো তুমি, আকাশ বাতাস সাক্ষী রেখে।২
মালা যেন মোর আপন করে বিনি সুতায় বেধে রাখে, 
আমার সকল কর্মে যেন তোমায় আমি পাই যে সাথে।২ঐ

বেঁধে রেখে যাও গো তুমি, বেঁধে রেখে যাও
তোমার আপন হাতে।২

তোমার মনের সাথে, তোমার গোপন প্রেমের সাথে। 
তোমার সকল মায়ার সাথে, তোমার আপন হিয়ার সাথে।২
বাঁধন যেন মোর আটকে রাখে, তোমার সাথে সকাল সাজে, 
আমার সকল প্রার্থনাতে, তোমায় আমি চাই যে সাথে।২ঐ

আপন করে নাও গো প্রিয়, আপন করে নাও
তোমার আপন হাতে।২

তোমার সকল প্রার্থনাতে, আপন মনের কল্পনাতে,
তোমার সকল সুখে দুখে, জীবন যৌবন চলার পথে।২
কেউ যেন মোরে চাইতে না পারে,
থাকতে পারি সারা জীবন তোমার সাথে। ২ঐ

Comments

    Please login to post comment. Login