Posts

পোস্ট

বৃষ্টি ও নাকফুলের গল্প নিয়ে

October 5, 2024

এমরান কবির

Original Author এমরান কবির

প্রায় এক যুগ পর বের হলো আমার দ্বিতীয় গল্পগ্রন্থ বৃষ্টি ও নাকফুলের গল্প। প্রথম গল্পগ্রন্থ নিদ্রাগহন মহাশূন্যে বের হয়েছিল 2012 সালে। ঐতিহ্য প্রকাশনী থেকে। এই গ্রন্থের পাণ্ডুলিপি অর্জন করেছিল জেমকন তরুণ কথাসাহিত্যিক পুরস্কার-2010.

গল্পচর্চা থেমে ছিল না। কিন্তু উপন্যাস ও প্রবন্ধের দিকে মনোযোগী হয়েছিলাম। কবিতা তো আছেই। 

এটি আমার দশম গ্রন্থ। এর আগে নয়টি গ্রন্থ বের হতে যে ঝক্কি ঝামেলা হয়নি এটি বের করতে তা হয়ে গেল। বইটি বের হওয়ার কথা ছিল গত বইমেলাতেই কিন্ত তথাকথিত প্রকাশকের অপতৎপরতামূলক কর্মকাণ্ডের জন্য বের হয়নি। তাদের সাথে যুক্ত হয়েছিল কিছু কুচক্রিমহল। যারা বিগত সরকারের পদলেহনে ব্যাপৃত থেকে দূরভিসন্ধিমূলক আচরণে ব্যস্ত ছিল। এরপর পাণ্ডুলিপি দিলাম অনুপ্রাণন প্রকাশনীর কর্ণধার ইউসুফ ভাইকে। তিনি জানালের সম্পাদনা বোর্ডের পাঠান্তে তাঁদের বিবেচনা আপনাকে জানানো হবে। এরপর অপেক্ষা। মাসখানেক পর জানানো হলো।

ইউসুফ ভাই একজন শিল্পী মানুষ। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। বিশেষ করে মুদ্রণ দালালদের। প্রকাশক আর মুদ্রণ দালাল এক জিনিশ নয়। ইউসুফ ভাইকে ধন্যবাদ দেয়ার মতো শব্দ রচনা করতে যোগ্যতা লাগে। আমার সে যোগ্যতা এখনো হয়নি। 

 বিবেকের কণ্ঠস্বর হিসেবে একজন লেখকের যে দায়, সে-দায় থেকে বিচ্যুত হলে তিনি আর লেখক থাকেন না। বইটি নানাদিক থেকে মুক্ত বাংলাদেশে এখন, এইসময়ে প্রকাশিত হলো বলে ভালো লাগছে। 

দশটি গল্প আছে বইটিতে। বিগত ও চলমান সময়ের দুঃসহ দুঃশাসনের চিত্র তুলে আনার চেষ্টা করেছি। মানবাতার যে বিপর্যয় আমরা দেখেছি ইতোপূর্বে, তা আমাকে চরমভাবে আক্রান্ত করেছিল। তারেই সারৎসার গল্পগুলো। গুম কীরকমের মর্মান্তিক হতে পারে, , সাম্প্রদায়িকতার রূপ কীরকম ঘৃণ্য ও ভয়াবহ হতে পারে তা কখনো প্রতীকের মাধ্যমে, কখনো রূপকের মাধ্যমে, কখনো সরাসরি তুলে আনার চেষ্টা করেছি।

প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। 

পাওয়া যাচ্ছে কনকর্ড ও দেশের অভিজাত পুস্তব বিপনীতে এবং অনুপ্রাণন, প্রথমা ও রকমারি ডটকম-এ।

Comments

    Please login to post comment. Login