ধরিয়া রাখিও যতনে
অন্তর মম অন্তরে রাখিও, নয়ন ও রাখিও নয়নে,
হৃদয়ের কথা শুনিতে পাবে, ধরিয়া রাখিও যতনে। ২
সুখেতে থাকিও দুখেতেও থাকিও, কাছেতে রাখিও যতনে,
ভাবনাতে থাকিও বাস্তবে থাকিও, আমারে রাখিও সংগপনে। ২
কাছেতে থাকিও দুরেতে থাকিও, ধরিয়া রাখিও মনে,
তোমার ও সনে রাখিও মোরে, জীবন রাঙ্গাবো দুজনে। ২ঐ
আমার ও হৃদয়ে রেখেছি তোমারে, শোভিত সিংহাসনে,
সুখেতে দুঃখেতে তোমারে দেখি যে, কতো না যতনে।২
ভাবনাতে ও তুমি বাস্তবে ও তুমি, তুমি আছো সংগপনে,
তোমারে রেখেছি অন্তরে অন্তরে, নয়নে নয়নে সজতনে।২ঐ