ভালোবাসার নেশা
""""""""""""""""""""""""""""""""
লিংকন
ভালোবাসায় নিকোটিনের
নীল ধোঁয়ায় আরও
আচ্ছন্ন করবো তোমায়।
আসক্তিতে আসক্তিতে
নেশাগ্রস্থ হবো আমি।
একই কলকিতে স্বাদ নিবো
দু'জনে জীবনে বাঁচার।
তোমার নেশায় মোহগ্রস্ত আমিও
তোমায় হীনা যে চোখে আমার
রুধির ঝরে টপটপ করে।
তাইতো নেশা কাটাবো না,
আচ্ছন্ন হবো ভালোবাসার
নিকোটিনে আফিমে।
০৫/১০/২০১৭
This is a premium post.