মায়াবী
"""""""""""""""
হয়তো ঘুমিয়ে পড়েছ তুমি,
নরম তুলতুলে বালিশে মাথা রেখে,
উদ্যম চুলগুলো এলোমেলো উড়ছে,
ফ্যানের হালকা বাতাসে।
ঘুমালে অসম্ভব মায়াবী লাগে তোমায় ,
যদিও দেখা হয়নি তবে
মনের কল্পনায় একেঁ নিয়েছি তা।
দুর্ভাগ্য আমার ঘুমাতে দেয়নি আমায়,
তোমার অনুপস্থিতিতে।
মেঘের গর্জনের সাথে
কালবৈশাখী ঝড়ের তান্ডব যেমন
বাহিরটাকে দুমড়ে মুছড়ে দিচ্ছে,
তেমনি অসম্ভব অস্থিরতায়,
কাটছে আমার সময়।
রাত গভীর থেকে গভীর হয়,
ক্লান্ত দুচোখ আমার, হারিয়ে গেছে ঘুম।
প্রভাত কতদুরে আর, আসবে সুখের ঘুম।
"""""'''''''""""""" লিংকন ।।
This is a premium post.