ক্ষমা করে দিও
(উৎসর্গ -- খাদিজাদের)
'""""""""""""""""""""""""""""""""""""""
খাদিজা তনু রিমা বোন আমার,
ক্ষমা করে দিও মোদের।
রক্ষা করতে পারিনি তোদের,
পারিনি দিতে নিরাপদ আশ্রয়।
হিংস্র হায়েনা শকুনের বিচরণ
চারদিকে আজ মানুষের বেশে।
পারিনি রুখতে তাদের,
পারিনি বুকের মাঝে আগলে
রাখতে তোদের।
মোদের পেশি আজ বড় দুর্বল,
মুষ্টি ধরতে ভুলে গেছি যেন।
গেছি প্রতিবাদের ভাষাগুলো ভুলে।
মোদের করোটি আজ জরাজির্ন,
ঘুনে ধরেছে তাতে।
পায়ে যেন লোহার শিকল বাঁধা,
হাটতেও গেছি মোরা ভুলে।
ক্ষমা করে দিও বোন আমার,
মোদের চিন্তা চেতনাও আজ
স্বার্থপরতায় আছে ডুবে।
ভাবতেই অবাক লাগে,
মোরা ছিলাম বীরের জাতি।
অন্যায়ের কাছে মাথা নত
করিনি কোনদিন।
বুকের লাল টকটকে রক্ত ঢেলে
দেশকে করেছি মোরা স্বাধীন।
অথচ সেই বীরের জাতি আজ
যেন ক্ষয়ে যাওয়া মেরুদন্ডহীন।
ক্ষমা করে দিও বোন,
পথে ঘাটে শিক্ষালয়ে নিরাপদ
জীবনের নিশ্চয়তা দিতে পারিনি বলে।
""""""""""""""""""""" লিংকন।
This is a premium post.