Posts

সমালোচনা

আজন্ম পাপ

October 5, 2024

linkon abrar

Original Author মোঃ জিয়াউর রহমান লিংকন

Translated by মোঃ জিয়াউর রহমান লিংকন

জীবন্ত শব! 
""""""""""""""""""""""

জন্মই কি তবে তার আজন্মের পাপ! 
দারিদ্রতার আতুর ঘরে জন্ম নিয়ে
তবে কেন পায় না খেতে আজ?
ডাস্টবিন নর্দমা কিংবা ফুটপাতের ধারে
ক্ষুধার তাড়নায় কুকুর বিড়ালের সাথে
ফেলে দেওয়া উচ্ছিষ্ট খুঁজে খায় কেন সে? 
কেন তবে স্কুল যাওয়ার বয়সে 
ঝিয়ের কাজ করতে গিয়ে
গরম খুনতির ছ্যাঁকা পড়ে তার পিটে?
তবে কি জন্মই তার আজন্মের পাপ ?
কেন তবে এক টুকরো রুটির জন্য
বারবার ধর্ষিত হতে হয় তাকে।
রক্তাক্ত হতে হয় তার দেহ মন। 
কেন তবে তাকে রাত কাটাতে হয়
অজানা অচেনা নরমাংস লোভী
মানুষরূপী জানোয়ারের সাথে
ফুটপাতের নগ্ন নির্জনতায়।
তবে কি জন্মই তার আজন্মের পাপ? 
কেন তাকে অসহায় একাকীত্বের জীবনে,
ছেঁড়া কাপড়ে অর্ধনগ্ন রাখতে হয়, 
উঠতি যৌবনের অভিশাপে জর্জরিত 
ক্ষত বিক্ষত দেহটাকে?
কেন তাকে সহ্য করতে হয় 
শিয়াল হায়েনাদের লোলুপ দৃষ্টি? 
তবে কি জন্মই তার আজন্মের পাপ? 
যদি পাপই হবে, তবে কেন জন্ম তার,
মানুষরূপী মানুষেরই মাঝে।।
"""""""""""""""""""""""""""""" লিংকন।।।

Comments

    Please login to post comment. Login