Posts

কবিতা

গান ০০২৭: আলোর নক্ষপ্রদীপ।

October 6, 2024

তারিক হোসেন

শুভ শিক্ষক দিবস!
(শিক্ষক দিবসে সম্মানিত সকল শিক্ষকদের উদ্দেশ্যে)

উঠলো জ্বলে তোমারও আলোরও নক্ষপ্রদীপ।
আলোয় আলোয় সোনার আলোয় ভরিয়ে গেল ভুবন দ্বীপ।২

তোমার আলোয় তিমির ত্রাণ, উঠলো জেগে নবীন প্রাণ,
নবীনরূপে নবীন সুরে, বাজলো বুঝি জয়ের গান।২
তোমার আলোয় আলোকিত হলো, অশিক্ষিত অজ্ঞানী অন্ধ প্রাণ,
উঠলো জেগে, মহা মুক্তি মানব কল্যাণ।২ঐ

তোমার শিক্ষায় জ্ঞানী হলো, দূর হলো অন্ধ প্রাণ,
মুক্ত হলো পরাধীন এ ধরনী অশিক্ষিত সকল প্রাণ।২
সবার মুখে উঠল বেজে, সুশিক্ষারই জয়গান।
সমাজ থেকে গুছলো বুঝি, কুসংস্কার আর অকল্যাণ।২ঐ

Comments

    Please login to post comment. Login