পোস্টস

কবিতা

ঠগ মানুষ (প্রিমিয়াম)

৭ অক্টোবর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

ঠক!

লিংকন

ঠকবাজদের ফাঁপড় বেশি,
দেয় মিষ্টি যতো আশা!
মুখে তাদের মিথ্যে হাসি,
বুকে অন্য ভাষা!

শোনাবে তোমায় আশার বাণী,
স্বপ্ন দেখাবে যতো!
সময় হলেই দিবে অছিলা বাঁশ
উদাহরণ আছে শত শত !

তুমি মানুষ রইলে বোকাই!
ঠকের মিষ্টি কথার ছলে!
ভাগ্য তোমার তেমনই আছে
আগেও যেমন ছিলে!

এখনও যদি না বোঝ ভাই
ঠকবাজদের কথা!
বারেবারে খাবে তুমি
দেখো এমন করে ধোঁকা!

সমাজটা আজ যাচ্ছে ভরে
ঠক বাটপারের ভীরে!
মানুষ যতো ডুবছে দেখি,
দেখি তিমির আঁধারে!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।