Posts

কবিতা

গান ০০৩০: তোমার হাত ধরে

October 8, 2024

তারিক হোসেন

এসেছে আমার জীবনে বসন্ত বাতাস
তোমার হাত ধরে।
আমি নিয়েছি তোমায় অনেক আপন করে।

ফুটেছে কলি মনের কাননে, 
আনন্দ আজ আমার গগনে।
আমার দিন যে হলো পূর্ণ আজ
তোমার হাত ধরে।

পুষ্পের পরাগ রেনু গন্ধ ছাড়ায় দক্ষিণা পবনে
কোকিল এসে মাতাল করে সুরের বৃষ্টি কাননে কাননে
আমার মন যে স্নিগ্ধ হলো আজ
তোমার হাত ধরে।

মর্মে মর্মে বাজে আজ তোমার কোমল গান 
আমি অন্ধ চোখে খুঁজে পাই পরম শান্তির স্নান।
আমার মন যে হলো শান্ত আজ
তোমার হাত ধরে।

আমার জীবনে এসেছে সুখের কোমল ছায়া 
তোমার হাসি দিল সেথা দক্ষিণা হাওয়া।
আমার জন্ম যে সার্থক হলো আজ
তোমার হাত ধরে।

Comments

    Please login to post comment. Login