পোস্টস

কবিতা

পোস্টার

৮ অক্টোবর ২০২৪

মুয়ায আবদুল্লাহ

এক সবুজ শরীর উদ্যমতা নিয়ে চলি, অথচ—কোত্থেকে উড়ে আসা অকারণ ক্রোধের বলি হই, নিয়ত। পলকা এক জীবন নিয়েও মানুষের এতো অহংবোধ!

 

হতে পারতো শান্ত, পাতাঝরা নিঝুম বাতাসের মন। অথচ তুমি ঋ—বুঝিয়ে দিয়ে যাও—জগতে নির্ঝঞ্ঝাট কিছুই হয় না। আধিপত্য কেবল দুঃখ নামের—দূরত্বেই যার প্রবল দৌরাত্ম্য।

 

এসো, একটু সবুজ পাতার আলাপ করি, হাওয়ার গতরে লিখি মন খারাপের অজুহাত। হাট করে খোলা জানলায় উঁকি দিয়ে দেখো—একটা সূর্যোদয় কতো দীর্ঘশ্বাস নিয়ে ডুবে যায়, অসম্ভব একা!