বলিল সে হারিয়েছে আমার
টাকা একখানি, তাইতো আমি
মনের দুঃখে পথের ধারে কাঁদি।
এই শুনিয়া পথিকের মনে,
হইলো একটুখানি দয়া,
পকেট থেকে বের করে দিলো
একটি খানি টাকা।
টাকা পেয়ে এবার সে জোরে
ধরিলো কাঁদা,
আগের টাকা থাকিলে হইতো
আমার দু'টাকা।
মোদের সমাজে আছে রে ভাই
এমন কিছু মানুষ,
অবৈধভাবে কামার পরেও
থাকেনা তাদের হুশ।
বারবার বলে এত টাকা আমি
খরচ করেছি হায়,
এই কথা বলে দূর্নীতি সে
বাড়িয়ে বাড়িয়ে দেয়।
একই মুরগী বারবার সে
জবাই করে ভাই,
ভদ্রতার খাতিরে মোরা
আজ চুপ করে যাই।
একদিন আসিবে দেখো
দেওয়ালে পড়বে যখন পিঠ,
বুঝিবে সে তখন মানুষ নয়,
ছিলো সমাজের যতো কীট।
০৯/১০/২০১৭
[বিঃদ্রঃ --
কাউকে হেয় বা ছোট করার জন্য
নয়তো লেখা খানি,
কাল্পনিক চরিত্র নিয়ে
লিখেছি কবিতাটি।
মিলে যায় যদি কারো
চরিত্রের সাথে,
নিজ গুনে ক্ষমা করে
দিবেন এই মোরে।]