Posts

কবিতা

বিবেকটা কে জাগাও

October 9, 2024

নাসির ফরহাদ

স্বাধীন মোদের বাংলায় আজো, ক্ষুদিরামের ফাঁসি, 

তার থেকে ও বিষাদ লাগে পথ শিশুর মলিন হাঁসি l

ছিন্ন বসন জীর্ণ কায়ায়, 

পথে শুয়ে কিসের আশায় l

পায় না আহার, টাকার পাহাড় গড়ার স্বপ্ন নাই, 

অনেক খুশি একটু পেলেই মাথা গুজার ঠাঁই l

দেশ দরদী মহান নেতা মানবতা কই, 

জনসভা বক্তৃতাতে মিষ্টি কথার খৈ l

কিসের অধিকার শুধাও তাদের, মিলেনা যার অন্ন

তোমার উঠার সিঁড়ি বানাও, বানাও তাদের পণ্য l

আর কতকাল জ্বলবে ওরা চলবে এমন রীতি

জাগবে কবে তোমার মনে তাদের জন্য প্রীতি l

সৃষ্টির সেরা মানুষ তবু মনটা তোমার বন্য, 

স্বার্থের নেশায় হয়ে গেছ কতটা জঘন্য l

এসো গড়ি সোনার এ দেশ আমরা সবাই মিলে, 

দেশটা হবে স্বর্গ ভূমি তোমরা সুনজর দিলে l

বিবেকটা কে জাগাও যদি, কাটবে যে ঝড় ঝরা,

সুখের আবাসস্থল যে হবে মোদের বসন্ধুরা l

Comments

    Please login to post comment. Login