Posts

কবিতা

গীতি কবিতা ০০৩১: তোমায় শুধু খুঁজি

October 9, 2024

তারিক হোসেন

মনের শান্তি বলতে আমি তোমারে শুধু বুঝি;
সকাল বিকাল সন্ধ্যা রাতে তোমারে শুধু খুঁজি।২

আমার সকল মর্মে মর্মে তোমার কথা বাজে;
আমার সকল কর্মে কর্মে তোমার থাকা সাজে।২
আমার সকল স্বপ্নে তোমার গমন শুধু বুঝি;
তোমায় নিয়ে আপন মনে স্বপ্ন শুধু খুঁজি।২ঐ

তোমার ছোঁয়ায় চোখের তারায় লাগলো পরম সুখ;
দুঃখের সময় আপন করে দেখি তোমার মুখ।২
তুমি বলতে আমি আমার সকল কিছু বুঝি;
আমার সকল ভালবাসায় তোমায় শুধু খুঁজি।২ঐ

আমার সকল অন্ধকার তোমার হাতে ঘোচে;
আমার সকল ভোরের আলো তোমার হাতে ফোটে।২
আমার সকল কল্যাণেতে তোমায় শুধু বুঝি;
সুখ দুঃখ আনন্দ বেদনায় তোমায় শুধু খুঁজি।২ঐ

Comments

    Please login to post comment. Login