Posts

কবিতা

গীতি কবিতা ০০৩২: তোমারে করেছি আপন

October 9, 2024

তারিক হোসেন

65
View

ভালোবেসে সখী তোমার ও হয়েছি
তোমারে করেছি আপন।
তোমার সাথে আমার বাস
তোমার সাথে যাপন।

তোমারও রূপে মুগ্ধ হয়েছি,
তোমারও গুনে পূর্ণ হয়েছি,
তোমারে করেছি আপন।

তোমার ও প্রেমে পূর্ণ হয়েছি
তোমার ও কামনায় শুদ্ধ হয়েছি 
তোমারে করেছি আপন।

তোমার ও আগমনে ধন্য হয়েছি
তোমার ও পরশে পবিত্র হয়েছি
তোমারে করেছি আপন।

তোমার ও হাসিতে উজ্জ্বল হয়েছি
তোমার ও শ্বাসনে শান্ত হয়েছি
তোমারে করেছি আপন।

Comments

    Please login to post comment. Login