আমি যাবো না, যাব না আর তোমারো ঘরে।
রবো আমি তোমার হতে বহু বহু পথ দূরে।২
ভেবেছিলুম হবে মিল, আজি অথবা পরে,
তুমি তো চেয়েছো সুখ, শুধু তোমারি তরে।২
তুমি পরকে করেছো আপন, আপনকে রেখেছ দূরে,
তাই আমি চলে যাব, তোমা হতে বহু বহু দূরে।২ঐ
ঐ নক্ষত্র রাজিতে করিব, আমি আমার বাস,
সেখানে কভু পোছাবেনা, তোমার নিঃশ্বাস।২
ওই তারার আলোয় পরান দুলাবো, একটু একটু করে,
যাব আমি সরে তোমার হতে, বহু বহু দূরে।২ঐ
আকাশের উজ্জ্বল তারকাকে করিব সাথী, হইব তাহার ও আপন,
তাহার আলোয় আলোকিত হব, নিজেরে করিব দান।২
তুমি দেখিবে আকাশের বহু বহু পথ দূরে,
একটি নতুন তারা আনন্দে অন্যটির সাথে ঘুরে।২ঐ