জানো গফুর, মানুষ ভাবে অন্যায় করে জীবন থেকে সে হয়তো পালিয়ে বাঁচতে পারবে, কিন্তু পারে কি? তোমাকেই দেখো, নিয়তি তোমায় টেনে এনেছিলো সেদিন সেখানে, আর তুমি এ খুনটা না করেও ফেঁসে গেলা,,, আপসোস নিজেকে বাঁচাতে পারলেনা তুমি। আর পারবেই বা কেমন করে বলো,,, যে অন্যায় তুমি করেছিলে তার শাস্তি যে তোমার পাওনা ছিলো,,, জজ সাহেব খাস কামড়া থেকে তাকে আবার কোর্টে পাঠিয়ে দিয়ে, তিনি এসে ফাঁসির রায় পড়ে শোনান,,
কনডেম সেলে গফুর এখন ফাঁসির অপেক্ষায় দিন গুনে,,,,,