পোস্টস

কবিতা

মানবতা (প্রিমিয়াম)

১১ অক্টোবর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

মানবতা

লিংকন
১১/১০/২২

মানবতা!
সে আবার কি জিনিস!
-কি হয় সেটা দিয়ে!

তবে হ্যাঁ!
বইয়ের পাতায় পড়েছিলাম " মানবতা " নামক শব্দটা!
দেখা হয়নি কখনও!

নেতার মুখে শুনেছিলাম "মানবতা"!
শুধু শোনাই হলো!
টিভি চ্যানেলে শুনেছিলাম খবরের ফাঁকে!
ভেবেছিলাম " মানবতার"প্রামাণ্যচিত্র দেখাবে ,
অধীর আগ্রহে তাকিয়ে ছিলাম,
আলোকোজ্জ্বল স্কিনের পানে,
তারাও দেখায়নি " মানবতা"র চিত্র!
পেপার পত্রিকা - তারাও শুধু "মানবতা"র
কথা লিখে,
কিন্তু দেখায় না।

এক সময় নাকি মানবতা ছিলো,
মানুষ নামক প্রানীর দেহে,
তখন মানুষে মানুষে ভেদাভেদ ছিলো না,
খুনি বাটপার চোর ছিলো না,
ছিলো না দুর্নিতিবাজ,
রক্তখেকো মানুষের নিশানা!
ছিলো না স্বার্থপরতা,
অন্যের জন্য নিবেদিত প্রাণ ছিলো সবার!

এখন যে মানবতা দেখি,
তা তো মেকীতে ভরা,
মেকাপে মেকাপে আচ্ছাদিত!
বারবনিতার মতো গাঢ় লিপস্টিকে রাঙানো!

তবুও যে "মানবতা" নেই তা বলবো না,
"মানবতা" আছে,
আছে আড়ালে আবডালে,
ঝোপঝাড়ে,
রাতের আঁধারে স্ব-মহীমায় চলে নিজ গৌরবে!

প্রচার নেই,
প্রচারণা নেই,
নেই নিজেকে জাহির করার প্রবনতা!

সত্যিকারের "মানবতা" আজ হারিয়ে গেছে তেপান্তরের শেষপ্রান্তে।
খুঁজে পাই আমি বইয়ের পাতায়,
কালো অক্ষরে লিখা জাদুঘরে!

এটি একটি প্রিমিয়াম পোস্ট।