আমরা রয়ে যাবো অঘোষিত- এই ফুটপাত, বারান্দা ও রেস্তোরাঁয়-
আমরা রয়ে যাবো বৈশাখী মেলায়, একুশের প্রভাতফেরীর ভীড়ে,
আমরা রয়ে যাবো মিটিং-মিছিল-স্লোগান ও বিপ্লবে-
আমরা রয়ে যাবো প্রেমিক যখন ভালোবেসে চুমু এঁকে দেবে প্রেমিকার গালে-
আমরা রয়ে যাবো, ডাহুকী তখনো ডাক দেবে ডাহুক ফিরিলে ঘরে-
আমরা রয়ে যাবো ট্রেনের হুইসেল, স্টিমার ঘাটের চওড়া বাঁশিতে-
আমরা রয়ে যাবো দুপুরের মতো ফর্সা বিকেলে,
যখন আকাশে পা দোলাবে চঞ্চল কিশোর রোদ্দুর-
আমরা রয়ে যাবো স্মৃতির ম্লান পটে-
জানি না কতোদিন রবো, কতদূর?
63
View