Posts

কবিতা

গীতি কবিতা ০০৩৬: যার হাতে মোর স্বপ্নগুলি

October 11, 2024

তারিক হোসেন

74
View

যার হাতে মোর স্বপ্নগুলি, প্রান খুঁজে পায়।২
আমি পরাব, পরাব, পরাব মালা, শুধু যে তার গলায়।ঐ
যার কাছে মোর স্বপ্নগুলি সোনার চেয়ে দামী,২
তারে রাখিবো অন্তরে অন্তরে আপন করে আমি।ঐ

স্বপ্ন সে তো মনে রাখি, স্বপ্ন নিয়ে বেঁচে থাকি।২
পূরণ হয়ে যায়।
যার হাতে মোর স্বপ্ন গুলি পূরণ হয়ে যায়।
আমি পরাব, পরাব, পরাব মালা, শুধু যে তার গলায়।ঐ

ইচ্ছা সে তো মনে রাখি, ইচ্ছা নিয়ে বেঁচে থাকি।২
পূরণ হয়ে যায়।
যার হাতে মোর ইচ্ছা গুলি পূরণ হয়ে যায়।
আমি পরাব, পরাব, পরাব মালা, শুধু যে তার গলায়।ঐ

জীবন আমার রঙ্গিন হবে, ভালোবাসায় ভরে রবে।২
কাটবে যে নির্ভয়।
যার হাতে মোর জীবন খানি রঙিন হয়ে যায়।
আমি পরাব, পরাব, পরাব মালা, শুধু যে তার গলায়।ঐ

Comments

    Please login to post comment. Login