Posts

কবিতা

গীতি কবিতা ০০৩৭: চুপি চুপি তোমারে দেখি

October 12, 2024

তারিক হোসেন

116
View

আমি চুপি চুপি তোমারে দেখি,
আমি চুপি চুপি তোমারে দেখি,
তোমার ছবি রাখি নয়নে,
নয়নে, নয়নে, নয়নে।২

নয়নের আলো ফুরিয়ে ও গেলে,
নয়নের আলো ফুরিয়ে ও গেলে,
দেখিবো আমি যতনে।
যতনে, যতনে, যতনে।ঐ

তোমার ছবিতে পুলকিত স্বপ্নে, দিয়েছি কত মালিকা,
কত যে চুম্বন রেখা মনে মনে দিয়েছি যতনে যতনে আঁকিয়া।২
মনে মনে তোমারে ভাবি, তোমারে রাখি যে মননে,
দিনের আলোয় তোমায় দেখি, তোমায় দেখি যে স্বপনে।
স্বপনে, স্বপনে, স্বপনে। ঐ

তোমারে দেখিতে বিচলিত চঞ্চল মন ব্যাকুল আকুল থাকে,
নয়নের মণি চপল হয়ে, তৃষিত হয়ে তোমারে খুঁজিতে থাকে।২
মনের কামনা চোখের তৃষ্ণা ফুটিয়া উঠে ক্ষণে, 
পুলকিত মন তৃষিত নয়ন, তোমারে দেখে যে গোপনে,
গোপনে, গোপনে, গোপনে।ঐ

Comments

    Please login to post comment. Login