আমার শহরে ছাতিমফুল আর ফোটে না,
ফোটে না পলাশ, শিমুল, চাঁপা!
বাতাসে নেই মাদকতাময় কোন সুশোভিত ঘ্রাণ!
নেই সবুজ গাছের শীতল বাতাস!
নেই পাখির কলতান!
নেই সজীবতা,
অসার দেহে নেই কোন প্রাণ!
আমার শহরে এখন দাপিয়ে বেড়ায়
বাস ট্রাক নামক যান্ত্রিক যানবাহন,
হর্ণের শব্দে আকাশ প্রকম্পিত এখানে,
এখানে ধোঁয়াটে বাতাসে কার্বন সীসার
উল্লাস!
কাদাজলে একাকার পথঘাট!
বছরভর চলে সড়ক খোড়ার মহোৎসব!
এখানে সুবাস নেই বাতাসের ভাঁজেভাঁজে,
আছে ড্রেনের উৎকট গন্ধ আর মশামাছির
মন ভোলানো গুণগুণ আওয়াজ!
বড় বড় অট্টালিকা আর শপিংমলের ভারে
নুইয়ে পরেছে আমার শহর!
উন্নয়নের দৌরত্মে শহর আমার
বড় ক্লান্ত অবসন্ন!
আমার শহরে আর ছাতিম ফুল দেয় না,
দেয় না শিমুল পলাশও!
অভিমানে অভিমানে শহর আজ
জরাজীর্ণ নিষ্পেষিত!