পোস্টস

কবিতা

এ যুগের কবিতা (প্রিমিয়াম)

১৩ অক্টোবর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

এ যুগের কবিতা!

লিংকন
১৩/১০/২০১৮

কুকুর যদি দেয় কাঁমড়
তবে আমিও দিবো তারে,
ব্যাটার এত বড় সাহস!
আমারে রক্তাক্ত করে।

আগের যুগে মানুষ ছিলাম,
মনুষ্যত্ব ছিলো দেহে,
তাইতো তখন দিয়েছি ছেড়ে,
কাঁমড় দেইনি তারে।

মানুষের যতো গুন ছিলো,
সবই ছিলো দেহে,
নৈতিকতার ধারক ছিলাম,
আমার খাঁটি মনে।

সময়ের সাথে এখন আমি
ধরেছি পশুর বেশ,
আমার হাত রক্তাক্ত,
মানবতাও হয়েছে শেষ।

আমারও যে স্বভাব তেমন
কুকুর শুয়োরের মতো,
তাইতো আমিও দিবো কাঁমড়,
ওরা দিবে আজ যতো।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।