খুঁজে নিবো আমি
লিংকন
১২/১০/২০১৮
ভালোবাসি, বড় ভালোবাসি তোমায়,
হিমালয় থেকে আন্দিস,
ভারত মহাসাগর থেকে আটলান্টিক,
এক নিঃশ্বাসে পাড়ি দিতে পারি ,
শুধু তোমায় ভালোবাসি বলে।
মহাদেশ থেকে মহাদেশ,
আমাজন থেকে আফ্রিকা,
পৃথিবীর সব বন চষে বেড়াবো আমি,
তোমারই ঠিকানা পেতে,,
শুধু তোমায় ভালোবাসি বলে।
সাহারা থেকে আরব মরুভূমির
লক্ষ লক্ষ পথ পাড়ি দিবো,
তৃষ্ণার্ত, শুষ্ক জলহীন ক্লান্ত দেহে,
তোমারই ঠিকানা পেতে,,
শুধু তোমায় ভালোবাসি বলে।
আমি আকাশ- বাতাস, সাগর-নদী,
তন্নতন্ন করে খুঁজে নিবো তোমায়,
তুমি লুকাবে কোথায় বলো!
ঠিক খুঁজে নিবো আমি,
শুধু তোমায় ভালোবাসি বলে।
This is a premium post.