পোস্টস

কবিতা

আন্ডা দিবসে (প্রিমিয়াম)

১৩ অক্টোবর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

আন্ডা দিবসে
""""""""""""""""""""""""
লিংকন

আন্ডা দিবসে আন্ডা নাকি
বারো টাকা হালি,
তাইনা শুনে লাইন ধরেছে
বল্টুর ছোট শালী।

লাইনের মাঝে দাঁড়িয়ে দেখে
বেশ হয়েছে ভিড়,
কতো মানুষ আসছে নিতে
কেউ চলেনা ধীর।

হট্টোগোল আর হই হুল্লোরে
মানুষ ধর্য্য হারা,
কে আগ নিবে কে বা পরে,
তাইতো ধস্তাধস্তি করা।

ভীরের চাপে বল্টুর শালী
ভাবে মনে মনে,
ডিম নিতে এসে বুঝি আজ
প্রাণটাই যাবে চলে।

ছাত্র বলো ছাত্রী বলো,
বেকার যুবক ব্যাচেলর বলো,
মধ্যবিত্ত গরীব ঘরে,
ডিম যে পেটে ভরে,
তবুও কেন আন্ডা দিবস
মোদের দেশে আসে?
বল্টুর শালী দুঃখের সহিত
চারদিকে শুধু দেখে।

ভীর সামলাতে পুলিশ আসে
জনে জনে ডান্ডা মারে,
বল্টুর শালীর মাথা ফাঁটে,
জীবনটাকে হাতে নিয়ে
ফিরলো খালি হাতে।

মধ্যবিত্ত মানুষ মোরা
একটু ফ্রী পেলে
কেমন জানি হয়ে যাই
লজ্জা শরম ভুলে।

কান ধরেছে বল্টুর শালী
আর তো ফ্রী তে নয়,
সারা জীবন খেতে হবে
কিনে খাবো নিশ্চয়।
১৪/১০/২০১৭

এটি একটি প্রিমিয়াম পোস্ট।