পোস্টস

কবিতা

যুদ্ধ (প্রিমিয়াম)

১৩ অক্টোবর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

যুদ্ধ
"""""""""""""""
হায়রে সভ্য জগতের
অসভ্য বর্বর মানুষ,
তোরা সব যুদ্ধ বুঝিস,
মানবতা বুঝিস না।
তোদের রক্তে বিষ,
তোদের অন্তরে বিষ,
নিজের স্বার্থের লোভে
তোরা মানুষ হয়ে,
মানুষকে হত্যা করিস,
তোরা শুধু যুদ্ধ বুঝিস।
অন্যের জীবন তোদের
কাছে নগণ্য।
মানব বর্মো তৈরী করে,
তোরা থাকিস সুরক্ষিত।
চোখ মেলে দেখ তোরা,
কত শিশু আজ মা হারা,
বাপ হারা, কত মানুষ আজ
সন্তান হারা।
চেয়ে দেখ পাঁজরের হাড়
বের হওয়া ক্ষুধার্ত মৃত্যু প্রায়
মানুষকে খুবলে খাবে বলে
কত শকুনের আনাগোনা।
জন্মভূমি হারা মানুষের আর্তনাদ।
তোদের চোখেতো ছানি পড়া।
অসহায় মানুষের আত্ম চিৎকারে,
দানবীয় উল্লাসে মাতিস তোরা।
তোরা রক্তলোভী মানুষ।
মানবতার কথা বলে,
যুদ্ধে মানুষই মারিস তোরা।
"""""""""""''"""""""""""" লিংকন।।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।