আমি হৃদয়ের কথা বলিতে চাহি, বলিতে পারি না তারে।২
পুলকিত মনে চিন্তা লাগে, সে ভুল বুঝিতে পারে।ঐ
কতো স্বপনে কতো যতনে, নিজকে করিয়াছি রাজি,
ব্যাকুল মনের প্রনয়ের কথা, নিজেই বলিব আজি।২
নিজেই বলিব ধরিয়া তাহার, ধবল কমল হাত,
যাহা বলিয়াছি, সকলি আমার, কোমল হৃদয়ের বাত।২ঐ
সকলি তাহাকে অর্পণ করিব, নিজেকে করিব দান,
তাহারে বলিবো তুমি যে আমার, কত যে সাধনার ধন।২
আমারে তুমি লহো নিজ মনে, করিয়া তব আপন,
শত তিমিরে শত বেদনায়, তোমার থাকিব আজীবন।২ঐ