Posts

কবিতা

গান ০০৪১: বসন্তের গান

October 14, 2024

তারিক হোসেন

68
View

বসন্তের গান


(রচনাঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৩।
DC অফিস, চাঁদপুর।)

পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে,  ফুটেছে জংলী ফুল।
ঋতুরাজ বসন্তের আগমনে ধরণী হয়েছে আকুল।
অপরুপ রুপে সেজেছে ধরনী পড়েছে ফুলের মালা।
পাখির গানে ফুলের গ্রানে মনে দেয় দোলা।।

গাছে গাছে ফুলে ফুলে হচ্ছে রঙের মেলা।
পাখির ডাকে কলতানে চলছে সুরের খেলা। 
লালে লাল শিমুল ফুলে মনে হয়েছে উতলা।
মনের মাঝে চলছে আজ ভালোবাসার খেলা।।

প্রজাপতি উড়ে যাচ্ছে ডানা মেলে মেলে,
কোকিলেরা গাইছে গান কুহু তানে তানে। 
ডালে ডালে নতুন কুড়ি দুলছে বসন্ত বাতাসে।
প্রকৃতি আজ মেলে ধরেছে নিজেরি অজান্তে।।

গাছে গাছে ফুটে আছে শত শত ফুল।
আমারও মান হয়েছে আজ তোমাতে আকুল। 
চলো হাসি, ভালোবাসি।
ভেসে যাই বসন্ত বাতাসে।।

Comments

    Please login to post comment. Login