এ নগরী একদিন ছিলো জীবন্ত!
এর পথেঘাটে সবুজ ঘাস ছিলো!
ছিলো পথের দু'ধারে কাঁঠালচাঁপা
শিমুল পলাশ আর ছিলো বকুল,
সময়ের আগমনে,
ফুলে ফুলে ভরে যেতো সেই পথ।
পথে ছিলো প্রেমিক প্রেমিকার পায়ের ছোঁয়া!
বাতাসে ছিলো প্রেমের গন্ধ!
পবিত্র ভালোবাসার স্পর্শে
মুখরিত ছিলো সতেজ প্রকৃতি!
এখন সবুজ ঘাস নেই আর সেই পথে,
বিটুমিনে বিটুমিনে আচ্ছাদিত সেই পথ!
মেকী প্রেম আর কর্পোরেট ভালোবাসায়
হারিয়ে গেছে সেই হৃদয়!
বাতাসে পারফিউম আর কড়া লিপস্টিকের গন্ধ!
শরীরের খোঁজে চলে শারীরিক প্রেম!
আত্মিক প্রেম হারিয়ে গেছে
কফিশপের অন্ধকার কুটিরে।
এখন প্রেমিকার মুখে চিকেনফ্রাই আর
প্রেমিকের চোখে কামনার জল!