পোস্টস

কবিতা

জয় আমাদের হবে (প্রিমিয়াম)

১৪ অক্টোবর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

জয় আমাদেরই হবে ইংশাআল্লাহ!

লিংকন

বাতাসের ভাঁজেভাঁজে বারুদের গন্ধ,
গন্ধ লাল রক্তের ,
মাটির ফাঁকেফাঁকে আর জল নেই,
যেনো রক্তের ফোয়ারা বইছে-
নরম মাটি ভেদ করে !

দানবেরা ফুঁসে উঠে মানুষ হত্যার উল্লাসে,
মেতে উঠে নারী শিশুর রক্তে রঞ্জিত হতে।

রক্তের হোলিখেলা চলছে তো চলছেই।

বেনিয়াদের হাতে-
গর্জে উঠে এলএমজি, একে- ৪৭!
মর্টারশেল, ফসফরাস বোমা আরও কতো কি?
জ্বলে পুড়ে ছারখার করে চারদিক,
বাড়ি ভাঙে!
মসজিদ ভাঙে!
ভাঙে হাসপাতাল, স্কুল কলেজ দুর্যোগকালীন আবাসস্থল !

নির্বিচারে মানুষ মারে ওরা পাখীর মতো করে!
ধুলোয় ধুলোয় মিশিয়ে দিতে চায় ওরা
আমার ফিলিস্তিনের জনপদ!
ওদের মস্তিস্কে চলে -
মানুষ ধ্বংসের নীল নকশাঁর বুনন।

এই রক্তমাখা মাটিতেই যুগে যুগে জন্ম নেয়
বীর সেনাদের আত্মা!
জন্ম নেয় হাজারও বীর পুরুষ!
পা কেটে ফেললে এদের পিঠে গজায় ডানা!

তারা জন্ম নেয় - শহীদ হতে!
তারা জন্ম নেয়- দখলদার বেনিয়াদের হাত থেকে
নিজ মাতৃভূমি রক্ষার্তে ।

আবাবিলের মতো উড়ে আসে ওরা
কাঁপন ধরাতে জল্লাদের বুকে।

সিংহের মতো গর্জে উঠে কণ্ঠস্বর!
কন্ঠে তাদের আল্লাহু আকবার ধ্বণি,

এটি একটি প্রিমিয়াম পোস্ট।