পোস্টস

কবিতা

গীতি কবিতা ০০৩৮: প্রিয় বাংলাদেশ

১৪ অক্টোবর ২০২৪

তারিক হোসেন

মোদের প্রিয় বাংলাদেশ

(একটি গীতি কবিতার মধ্যে স্রষ্টার প্রতি সম্মান, স্বদেশ প্রেম, সাম্প্রদায়িক সম্প্রীতি, বাংলার রূপ, ঐতিহ্য, বৈচিত্র, মাতৃভাষা, মুক্তিযুদ্ধের অর্জন, একতা, ভবিষ্যৎ প্রত্যাশার কথা বলা আছে। আশা করি আপনাদের ভাল লাগবে।)

ফুলে ফুলে, ফলে ফলে, বিধাতার আশীর্বাদে পূর্ণ,
প্রিয় জন্মভূমি, আমাদের সকলের জন্য । 
সকলের  প্রিয় বাংলাদেশ,
বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।২

মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কত জাতিতে পূর্ণ,
সকলে মিলিয়া মিশিয়া করেছি এদেশ ধন্য।২
আমাদের আছে আলাদা ঐতিহ্যের ধরন,
গড়েছি মোরা সম্প্রীতির বন্ধন।ঐ

বার মাসে ষড়ঋতু কত বৈচিত্রতায় পূর্ণ,
পাহাড়, নদী, খাল, বিল, সাগরের জন্য।২
সবুজে, শ্যামলে, ফসলে পূর্ণ,
আমাদের এদেশ অনন্য।ঐ

লক্ষ শহীদের জীবনের বিনিময়, 
পেয়েছি ভাষা, করেছি স্বাধীন তোমায়।২
বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াব, করি পণ,
সকলে মিলিয়া করিব এদেশের উন্নয়ন।ঐ