পোস্টস

কবিতা

গীতি কবিতা ০০৪২: সখি

১৪ অক্টোবর ২০২৪

তারিক হোসেন

সখি সেতো সখের নারী, আমার স্বপ্নের প্রিয় রমণী;২
আমার পরানে তাহার বসতি, তাহাকে দিয়েছি প্রেমাঞ্জলি।ঐ

আমার চোখেতে চির নতুন, চির নবীন প্রাণ;
আমার মনেতে চির সুন্দর, চির আপনজন।২
আমার মনের সকল সুখের, সরাবে পূর্ণ যান;
তাহার পরশে মাতাল আমি, পূর্ণতা পায় প্রাণ।২ঐ

তাহার স্মরণে লিখেছি আমি, আমার প্রেমের গীতাঞ্জলি; 
তাহার নামে দিয়েছি আমি, আমার জীবনের জন্মাঞ্জলি।২
তাহার সাথে রাঙিয়েছি আমি, আমার সকল রং গুলি;
তাহার কাছে পেয়েছি আমি, আমার সুখের দিনগুলি।২ঐ

আমার মনেতে তাহার ধ্বনি, মর্মে মর্মে বাজে মিলনের সুর; 
আমি কান পেতে শুনি, তাহার আগমনের ধ্বনি সুমধুর।২
কাজল কালো তাহার চোখে, গভীর মায়ার নেশা;
তাহার চোখে পেয়েছি আমি, বাঁচার সকল আশা।২ঐ