পোস্টস

কবিতা

প্রকৃত মানুষ (প্রিমিয়াম)

১৪ অক্টোবর ২০২৪

আব্দুল হালিম

জন্মেছিলাম মানুষ হয়ে
সবাই বলে মানুষ হও,
বুঝিনি সেদিন আমি
কেন যে মানুষ নই।
মানুষ জাতি শ্রেষ্ঠ জাতি
বিবেক আছে তার,
বিবেক-বুদ্ধি না থাকিলে
সেইতো জানোয়ার।
ন্যায় - অন্যায়, ভালো -মন্দ
না বুঝিয়া করে দ্বন্দ্ব,
চিন্তা করে করবে ক্ষতি
কেমনে সবার।
হব বড়,সম্মান কর
এইতো স্লোগান,
ছাড়বে দেশ,মরবে তুমি
না করলে সম্মান।
রুক্ষ ভাব,তীক্ষ্ম স্বভাব
সবাইরে দেয় ব্যথা,
কেমনে কোথায় কি বলিবে
জানেনা সে কথা।
অন্যকে সে তুচ্ছ করে
নিজেকে ভাবে বড়,
শক্তিশালীর একটিই কথা
দুর্বলরে ধর।
শিক্ষা গুরু শ্রেষ্ঠ সবার
বাবা-মায়ের পরে,
নীতি কথা বললে তারে
ছাত্ররা মারে।
নিজের মত গড়ব জীবন
কারো দরকার নাই,
মডার্ন যুগের ছেলে মোরা
স্বাধীনতা চাই।
গরীব -দুঃখী রাস্তার পরে
অনাহারে মরে,
তাদের রেখে খাবার খেলে
কেমনে পেট ভরে।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।